এশিয়া কাপে ম্যাচ রেফারির দায়িত্ব থেকে অ্যান্ডি পাইক্রফটকে সরিয়ে নেওয়ার যে দাবি তুলেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি), তা আনুষ্ঠানিকভাবে ‘নাকচ করে দিয়েছে’ আইসিসি। ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজের খবর, এই সিদ্ধান্ত সোমবার রাতেই পিসিবিকে জানিয়ে দিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্তা সংস্থা। ক্রিকবাজের মঙ্গলবারের প্রতিবেদনে বলা হয়েছে, আইসিসির অপারেশনস কিংবা আইনি বিভাগ থেকে পাঠানো চিঠিতে পিসিবিকে পরিষ্কার করা হয়েছে যে, ভারত-পাকিস্তান ম্যাচে ক্রিকেটারদের হাত না মেলানোর ঘটনায় পাইক্রফটের কোনো ভূমিকা নেই। গত রোববার গ্রুপ পর্বের ম্যাচে মুখোমুখি হয় ভারত ও পাকিস্তান। একপেশে লড়াইয়ে চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে ৭ উইকেটের জয় তুলে নেয় ভারত। ম্যাচটিতে টসের সময় পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগার সঙ্গে হাত মেলাননি ভারত অধিনায়ক সুরিয়াকুমার ইয়াদাভ। পরে খেলা শেষেও দেখা যায় একই চিত্র। সুরিয়াকুমারের ছক্কায় জয় নিশ্চিত হওয়ার পর ড্রেসিং রুমে চলে যান ভারতের...