স্মারকলিপিতে জেলার ক্রীড়া সংগঠক এবং সাবেক ও বর্তমান খেলোয়াড়বৃন্দ উল্লেখ করেন, ‘জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটিতে নতুন সদস্য হিসেবে কাজী ইনাম আহমেদের নাম সংযোজন হওয়ায় আমরা রীতিমত হতবাক, মর্মাহত, আশাহত এবং ক্ষুদ্ধ। বিগত দিনে তিনি যশোর জেলা ক্রীড়া সংস্থার সাথে জড়িত ছিলেন। কিন্তু, কার্যত খেলার উন্নয়ন, ক্রীড়া সংস্থার উন্নয়ন, মাঠ, খোলায়াড়দের ভালো মন্দ সুযোগ সুবিধা পাওয়ার ক্ষেত্রে তিনি বাধা হয়ে দাঁড়িয়েছিলেন। বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে যশোর শামস-উল-হুদা স্টেডিয়ামে জনসভা করার কারণে স্টেডিয়ামের গ্যালারি ভাঙাসহ মাঠের ক্ষয়ক্ষতি তার মাধ্যমে এবং প্ররোচনায় করা হয়েছিলো। আমরা জানতে চাই, কার সুপারিশে এবং কোন অথরিটির মাধ্যমে এই সদস্য পদটি যশোর জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটিতে সংযোজন হলো।’ সারকলিপিতে আরও উল্লেখ করা হয়, ‘কাজী ইনাম আহমেদ সদস্য হওয়ায় যশোর জেলা ক্রীড়া সংস্থার এবং যশোর...