তিনি আরও বলেন, তিনি (ট্রাম্প) চেষ্টা চালিয়ে যাবেন। যদি শান্তি সম্ভব হয়, তিনি সেটি অর্জন করতে চান। কোনো একসময় প্রেসিডেন্ট হয়তো সিদ্ধান্তে পৌঁছাতে পারেন যে এটি সম্ভব নয়। তিনি এখনো সে অবস্থায় পৌঁছাননি, তবে পৌঁছাতে পারেন।রুবিও জানান, ট্রাম্পের দেয়া আগের এক পরিসংখ্যান অনুযায়ী, শুধুমাত্র জুলাই মাসেই যুদ্ধে রাশিয়ার ২০ হাজার সেনা নিহত হয়েছে।প্রায় এক মাস আগে ট্রাম্প আলাস্কায় পুতিনকে স্বাগত জানান। ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার আক্রমণের পর এটাই ছিল প্রথমবারের মতো কোনো পশ্চিমা দেশে পুতিনের সফর। কয়েকদিন পরই হোয়াইট হাউজে ইউরোপীয় নেতাদের সাথে জেলেনস্কি এবং ট্রাম্পের বৈঠক হয়।রুবিও বলেন, ট্রাম্পই একমাত্র ব্যক্তি যিনি পুতিন, জেলেনস্কি এবং ইউরোপীয়দের সাথে সরাসরি কথা বলতে সক্ষম। যদি তিনি কোনোভাবে নিজেকে এ থেকে সরিয়ে নেন, অথবা রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা দিয়ে বলেন, ‘আমি শেষ, তাহলে বিশ্বে...