রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী জুলাই শহীদ আবু সাঈদের পোস্টমর্টেম রিপোর্ট বদলানোর চেষ্টাকারীরা বহাল তবিয়তে থাকায় জনমনে ক্ষোভ বাড়ছে। তাদের মধ্যে অন্যতম রংপুর মেট্রোপলিটনের স্পেশাল ব্র্যাঞ্চের (এসবি) তৎকালীন এসপি আবু বক্কর সিদ্দিক। চিকিৎসককে রিপোর্ট বদলানোর জন্য নানাভাবে ভয়ভীতি দেখানো পুলিশের এই কর্মকর্তা বর্তমানে ময়মনসিংহ রেঞ্জ অফিসে কর্মরত। পেয়েছেন এডিআইজি পদে পদোন্নতি। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ১৬ জুলাই পুলিশের গুলিতে শহীদ হন আবু সাঈদ । এরপর ময়নাতদন্তের জন্য তার লাশ রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠায় পুলিশ। সেখানে কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. রাজিবুল ইসলামকে পোস্টমর্টেম রিপোর্ট বদলানোর জন্য ভয়ভীতি দেখান আবু বক্কর । এর মাধ্যমে তিনি রিপোর্ট ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করেন। এ বিষয়ে সম্প্রতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জবানবন্দি দিয়েছেন ওই চিকিৎসক। এর পরও অভিযুক্ত পুলিশ কর্মকর্তার...