একসময় চীনের ধনী পরিবারগুলোর নিরাপদ আশ্রয়স্থল হিসেবে পরিচিত সিঙ্গাপুর এখন সেই আকর্ষণ হারাচ্ছে। হংকং ও জাপানের মতো দেশগুলোতে চীনা পুঁজি ফিরতে শুরু করেছে। ২০১৯ সালে হংকংয়ে গণতন্ত্রপন্থী আন্দোলন ও বেইজিংয়ের কঠোর দমননীতির পর সিঙ্গাপুরে ধনী চীনা পরিবারের আগ্রহ বাড়ে। রাজনৈতিক স্থিতিশীলতা, বিনিয়োগবান্ধব নীতি, স্বাধীন আদালত ও মান্দারিন ভাষার প্রচলনও সিঙ্গাপুরকে আকর্ষণীয় করেছিল। কিন্তু ২০২৩ সালের ৩০০ কোটি সিঙ্গাপুরি ডলার অর্থপাচার কেলেঙ্কারি বা ‘ফুজিয়ান কেস’-এর পর সিঙ্গাপুর ব্যাংক ও নিয়ন্ত্রক সংস্থাগুলো নিয়মকানুন কঠোর করে। নতুন করে গ্রাহক যাচাই, ফ্যামিলি অফিস পুনর্মূল্যায়ন ও কিছু হিসাব বন্ধ করা হয়। ক্রিপ্টোকারেন্সি খাতেও ২০২৫ সালে নতুন বিধান চালু হয়, যেখানে বিদেশি গ্রাহকদের সেবা দিতে উচ্চ মূলধন ও কঠোর মানদণ্ডে লাইসেন্স নিতে হচ্ছে। এতে চীনা বিনিয়োগকারীদের আগ্রহ তীব্রভাবে কমে গেছে। এক পরিসংখ্যানে জানা গেছে: মূল ভূখণ্ড...