চলতি মাসেই আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসতে পারেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। রাষ্ট্রপুঞ্জের সাধারণ অধিবেশনের সময় এই দ্বিপাক্ষিক বৈঠক হতে পারে বলে জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ, একটি নির্ভরযোগ্য সূত্রকে উদ্ধৃত করে।সূত্রের দাবি, বৈঠকে উপস্থিত থাকতে পারেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরও। সাম্প্রতিক সময়ে শরিফের সঙ্গে প্রতিটি কূটনৈতিক বৈঠকে উপস্থিত থাকছেন মুনির। বিশেষ করে, ভারতের ‘সিঁদুর অভিযান’-এর পরে তাঁকে ‘ফিল্ড মার্শাল’ পদে উন্নীত করার পর থেকে তাঁর ভূমিকা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।প্রসঙ্গত, গত জুন মাসে হোয়াইট হাউসে মুনিরের সঙ্গে বৈঠক করেছিলেন ট্রাম্প। বৈঠক শেষে ট্রাম্প জানান, মুনিরের সঙ্গে সাক্ষাৎ তাঁর কাছে “সম্মানজনক” ছিল। সেই বৈঠকে ইরান-ইজ়রায়েল সংঘাতের প্রেক্ষিতে আমেরিকা পাকিস্তানের মাটি ব্যবহার করতে পারে বলেও মন্তব্য করেছিলেন ট্রাম্প, যদিও তা শেষ পর্যন্ত প্রয়োজন হয়নি।বৈঠকে উপস্থিত ছিলেন আমেরিকার...