সপ্তাহব্যাপী তীব্র বিমান হামলার পর গাজা সিটিতে স্থল অভিযানের মূল পর্যায় শুরু করেছে ইসরায়েলি সেনারা। রাতভর ভারি বোমা হামলা হওয়ার কথা জানিয়েছেন সেখানকার বাসিন্দারা। মঙ্গলবার এই অভিযানের ঘোষণা দিয়ে ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কার্টজ এক্সে এক পোস্টে লিখেছেন ‘গাজা জ্বলছে।’ নগরীর ওপর বিমান, সমুদ্র ও স্থল তিন দিক দিয়ে আক্রমণ চলছে। প্রত্যক্ষদর্শীরা বিকট বিস্ফোরণ দেখার কথা জানিয়েছেন। বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হচ্ছে ফিলিস্তিনিরা। তারা মঙ্গলবারের বোমা হামলাকে গাজায় দুইবছরের যুদ্ধের মধ্যে সবচেয়ে ভয়ানক বলে বর্ণনা করেছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এর কর্মকর্তারা বলেছেন, স্থলসেনারা গাজা সিটির অনেক ভেতরে প্রবেশ করছে। কেন্দ্রস্থলের দিকে অগ্রসর হচ্ছে তারা। আগামী দিনগুলোতে সেনা সংখ্যা আরও বাড়বে। গাজা সিটিতে ৩ হাজার হামাস যোদ্ধা রয়েছে বলে বিশ্বাস আইডিএফ এর। তাদেরকে মোকাবেলায় এই বাড়তি সেনা নামানো হবে বলে জানিয়েছে...