এমন একটা কথা রটে আছে—‘লিটন দাসের ব্যাট হাসলে, হাসবে বাংলাদেশ।’ এশিয়া কাপে সেই লিটন আছেন দলনেতা হয়ে, স্বপ্ন দেখছেন-দেখাচ্ছেন। অবশ্য টুর্নামেন্টের শুরুতেই চাপে পড়েছে লিটন ব্রিগেড। জয়ে শুরুর পর হারের ধাক্কায় শঙ্কা ছড়িয়েছে বেশ। তবে আজ লিটনের সামনে ব্যক্তিগত অর্জনের হাতছানি। আফগানিস্তানের বিপক্ষে রাত সাড়ে ৮টায় টিকে থাকার লড়াইয়ে নামবে বাংলাদেশ। ওই ম্যাচে লিটনের ব্যাট হাসলে অর্থাৎ লিটন কমপক্ষে ২৮ রান করতে পারলে টাইগারদের মাঝে সবার ওপরে উঠবেন। ছাড়িয়ে যাবেন সাকিব আল হাসানকে। টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানে সাকিবের চেয়ে ২৭ রানে পিছিয়ে আছেন লিটন। ২ হাজার ৫২৪ রান নিয়ে মঙ্গলবার (১৬ সেপ্টম্বর) আফগানিস্তানের বিপক্ষে নামবেন লিটন। জাতীয় দলের হয়ে ২ হাজার ৫৫১ রান করে আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে বিদায় বলেছেন সাকিব। এশিয়া কাপে লিটনের ব্যাট যেভাবে হেসেছে, সেই ধারা আজও চললে...