গাইবান্ধা সদরে ঘাঘট নদী থেকে তাসমিন আরা নাজ (৪০) নামে এক স্কুলশিক্ষিকার লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে খোলাহাটী ইউনিয়নের পূর্ব কোমরনই মিয়াপাড়া এলাকায় নদী থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত নাজ ওই গ্রামের নাজির হোসেনের মেয়ে। তিনি শহরের এনএইচ মডার্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হিসেবে কর্মরত ছিলেন। ব্যক্তিগত জীবনে অবিবাহিত ছিলেন তিনি। নিহতের স্বজনরা জানান, মঙ্গলবার ভোরে নাজ বাড়ি থেকে বের হন। এরপর আর ফিরে না আসায় স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। দুপুরের দিকে নদীতে ভাসমান অবস্থায় তার লাশ দেখতে পান এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। সহকর্মীদের দাবি, দীর্ঘদিন...