জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিরুদ্ধে দ্বিতীয় দিনের মতো সাক্ষীর জবানবন্দি পেশ করছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। আজ মঙ্গলবার ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক প্যানেলে এ সংক্রান্ত বিষয়ে আদেশের জন্য দিন ঠিক করেছেন। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো: শফিউল আলম মাহমুদ ও বিচারক মো: মোহিতুল হক এনাম চৌধুরী। বেলা ১১টার কিছু আগে সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে পৌঁছান আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। তিনি দুপুর ১২টা থেকে জবানবন্দি দেয়া শুরু করেন। এর আগে, তিনি সোমবার (১৫ সেপ্টেম্বর) প্রথম দিন তার জবানবন্দি পেশ করেন। আজ অবশিষ্ট সাক্ষ্যগ্রহণ শেষে মাহমুদুর রহমানকে জেরা করবেন শেখ...