গাজায় চলমান যুদ্ধের অবসান ঘটাতে মধ্যস্থতা করার জন্য কাতারে পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি মন্তব্য করেছেন, এই সংঘাতের অবসানে কাতারই একমাত্র দেশ যারা মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করতে পারে। ইসরায়েল গাজায় স্থল অভিযান শুরু করার পরপরই তিনি সতর্ক করে বলেন, যুদ্ধবিরতি নিশ্চিত করতে খুব অল্প সময় বাকি আছে। রুবিও তেল আবিব ত্যাগ করার পরপরই ইসরায়েল মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) গাজা শহর দখলের জন্য স্থল অভিযান শুরু করার ঘোষণা দেয়। এর এক সপ্তাহ আগে কাতারের রাজধানীতে হামাস নেতাদের ওপর ইসরায়েলের হামলার ঘটনা ঘটে, আন্তর্জাতিকভাবে যার জন্য নিন্দা জানানো হয়েছে। দোহায় যাওয়ার পথে সাংবাদিকদের রুবিও বলেন, ইসরায়েলি হামলার পর আলোচনায় ‘গঠনমূলক ভূমিকা’ পালন অব্যাহত রাখার জন্য তিনি কাতারকে আহ্বান জানাবেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, অবশ্যই গত সপ্তাহের ঘটনার পর তাদের সিদ্ধান্ত নিতে হবে যে...