ডেঙ্গু জ্বরে আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা বেড়ে যাওয়ায় এই রোগের চিকিৎসায় ১২ দফা জরুরি নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। মঙ্গলবার ১৬ সেপ্টেম্বর স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান এসব নির্দেশন জারি করেছেন। দেশের সব মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতালের পরিচালক, জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক, সিভিল সার্জন এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তাদের এ নির্দেশনা পাঠানো হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, ডেঙ্গু রোগীদের জরুরি ভিত্তিতে এনএস ওয়ান পরীক্ষা করা, ভর্তি রোগীদের জন্য হাসপাতালে সার্বক্ষণিক প্রয়োজনীয় সব পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা রাখা, ডেঙ্গু চিকিৎসায় হাসপাতালে প্রয়োজনীয় ওষুধ ও অন্যান্য উপকরণ যাতে পাওয়া যায়, সেটি নিশ্চিত করা, আইসিইউর প্রয়োজন হলে এবং হাসপাতালে সুবিধা থাকলে ডেঙ্গু রোগীদের অগ্রাধিকার দেয়া। এছাড়া, মেডিকেল বোর্ড...