রংপুরের পীরগাছায় যাত্রীবাহী পদ্মরাগ ট্রেনের ছয়টি বগি লাইনচ্যুত হয়েছে। এতে রংপুর-লালমনিরহাটের সঙ্গে ঢাকাসহ বিভিন্ন রুটের ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়েছে। আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১২টা ৪০ মিনিটে ট্রেনটির বগিগুলো লাইনচ্যুত হয়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত (বিকেল সাড়ে ৪টা) উদ্ধার কাজ শেষ না হওয়ায় ট্রেন চলাচল স্বাভাবিক করা সম্ভব হয়নি। প্রত্যক্ষদর্শীরা জানায়, সান্তাহার থেকে ছেড়ে আসা পদ্মারাগ ট্রেনটি লালমনিরহাট যাচ্ছিল। এ সময় ট্রেনটি পীরগাছা রেলওয়ের আউটার সিগনালের কাছে পৌঁছলে হঠাৎ...