শুরুর দিকে গুগলের এআই ওভারভিউস সুবিধাটি মজার ভুল নিয়ে নানা বিতর্কের মুখে পড়লেও এবার বড় এক আইনি চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছে কোম্পানিটি। প্রথমবারের মতো বড় এক মার্কিন প্রকাশকের কাছ থেকে এআই ওভারভিউ ফিচার নিয়ে মামলার মুখে পড়েছে মার্কিন সার্চ জায়ান্টটি। গুগলের বিরুদ্ধে মামলা দায়ের করেছে রোলিং স্টোন, ভ্যারাইটি, বিলবোর্ড’সহ বেশ কয়েকটি জনপ্রিয় প্রকাশনার মালিক ‘পেনস্কে মিডিয়া কর্পোরেশন’ বা পিএমসি। মামলায় প্রকাশনাটি দাবি করেছে, অবৈধভাবে তাদের বিভিন্ন ওয়েবসাইটের কনটেন্ট ব্যবহার করে এআই ওভারভিউস তৈরি করছে গুগল। ফিচারটি ব্যবহারকারীদের সরাসরি গুগলের সারাংশেই তথ্য দিয়ে দিচ্ছে, ফলে ব্যবহারকারীরা আর ‘পিএমসি ও অন্যান্য প্রকাশকদের মূল ওয়েবসাইটে যাচ্ছেন না’। এতে করে তাদের ‘ট্রাফিক বা ভিজিটর সংখ্যা কমে যাচ্ছে, সেইসঙ্গে কমছে বিজ্ঞাপন থেকে আয়ের সুযোগ’। মামলাটি ওয়াশিংটন ডিসির ফেডারেল ডিস্ট্রিক্ট আদালতে দায়ের করেছে পিএমসি। প্রকাশনাটির দাবি,...