বিশ্বের অন্যতম সেরা এন্টারটেইনমেন্ট ব্র্যান্ড এইচবিও ম্যাক্সে রয়েছে এইচবিও’র কনটেন্ট, হ্যারি পটার, ডিসি ইউনিভার্স, কার্টুন নেটওয়ার্ক, ম্যাক্স অরিজিনালস ও হলিউডের জনপ্রিয় সব সিনেমা। সাথে আরও থাকছে ডিসকভারি, টিএলসি, এএফএন, ফুড নেটওয়ার্ক, আইডি* এবং এইচজিটিভি’র নির্বাচিত কনটেন্ট, সব এক প্ল্যাটফর্মে। এইচবিও ম্যাক্স উন্মোচনের কিছুদিন পরেই গ্রাহকেরা দেখতে পারবেন এইচবিও’র নতুন অরিজিনাল সিরিজ ইট: ওয়েলকাম টু ডেরি। স্টিফেন কিং -এর ইট ইউনিভার্সের গল্প নিয়ে চলচ্চিত্র নির্মাতা অ্যান্ডি মুশিয়েটির সিনেমা ইট ও ইট চ্যাপ্টার টু -এর প্রিক্যুয়েল। সিরিজটিতে অভিনয় করেছেন টেইলর পেইজ, জোভান আদেপো, ক্রিস চক, জেমস রেমার, স্টিফেন রাইডার, ম্যাডেলিন স্টো, রুডি ম্যানকুসো ও বিল স্কারসগার্ড। টিভি তে প্রচারের জন্য চলচ্চিত্রটি নির্মাণ করেছেন অ্যান্ডি মুশিয়েটি, বারবারা মুশিয়েটি এবং জেসান ফুকস। এছাড়াও, এইচবিও ম্যাক্স -এর গ্রাহকদের জন্য থাকবে সুপারম্যান, সিনার্স ও ফাইনাল ডেস্টিনেশন...