বিনোদন ডেস্ক : ঢাকাইয়া সিনেমার এক সময়ে পর্দা কাঁপানো চিত্রনায়িকা সাহিনা আকতার বনশ্রী আর নেই। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ভোরে মাদারীপুরের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন এই চিত্রনায়িকা। কয়েক দিন ধরে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। বনশ্রীর মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তার ছোট ভাই মোহাম্মদ হারুন। তিনি জানান, গত পাঁচ দিন ধরে বনশ্রী হাসপাতালে ভর্তি ছিলেন। হৃদরোগ, কিডনির জটিলতাসহ নানা ব্যাধিতে ভুগছিলেন তিনি। জীবনের শেষ দিনগুলোতে প্রচণ্ড কষ্ট সহ্য করেছেন এই প্রাক্তন অভিনেত্রী। এক সন্তান রেখে গেছেন বনশ্রী। মঙ্গলবার বাদ আসর জানাজা শেষে শিবচর পৌরসভা গোরস্থানে তাকে দাফন করা হবে। ১৯৪৪ সালের ২৩ আগস্ট মাদারীপুরের শিবচর উপজেলার শিকদারকান্দি গ্রামে জন্মগ্রহণ করেন বনশ্রী। মাত্র সাত বছর বয়সে পরিবারসহ ঢাকায় পাড়ি জমান তিনি। ছোটবেলা থেকেই সংস্কৃতিমনা বনশ্রী...