রাজধানীর ইডেন মহিলা কলেজে কিশোরী ও তরুণীদের বয়ঃসন্ধিকালীন প্রজনন স্বাস্থ্য এবং জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধে টিকাদান উপলক্ষে এক স্বাস্থ্য সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়।মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে এ উপলক্ষে ইডেন কলেজের শিক্ষক, আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক এবং ইডেন কলেজের বিপুল সংখ্যক শিক্ষার্থীদের অংশগ্রহণে কলেজ ক্যাম্পাসে বর্ণাঢ্য র্যালি বের করা হয়।বাদ্যের তালে তালে র্যালিটি ইডেন কলেজের ঐতিহ্যবাহী পুকুর পাড ঘুরে মূল ফটকে এসে শেষ হয়। র্যালি শেষে কলেজের অডিটরিয়ামে ‘অ্যাওয়ারনেস অব ইয়থ অ্যান্ড এডোলোসেন্ট হেলথ অ্যান্ড প্রিভেনশন অব সার্ভিক্যাল ক্যানসার’ বিষয়ক এক গুরুত্বপূর্ণ আলোচনা সভার আয়োজন করা হয়।আলোচনা সভা শেষে টিকাদান কর্মসূচি ও স্বাস্থ্যঘর উদ্বোধন এবং বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। ইডেন মহিলা কলেজ এবং আনোয়ার খান মর্ডান মেডিকেল কলেজ হাসপাতাল এবং ইয়াহা ফাউন্ডেশন যৌথভাবে সচেতনতামূলক এই অনুষ্ঠানের আয়োজন...