সল্পসেনা গ্রাম থেকে বিআরটিসি বাস চালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার NewsG24 এর নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি। ঝালকাঠি:ঝালকাঠির সদর উপজেলায় জাকির হোসেন ঢালী নামে এক বিআরটিসি বাস চালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের সল্পসেনা গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।৫০ বছর বয়েসি জাকির হোসেন দুই সন্তানের জনক এবং সল্পসেনা গ্রামের মৃত আলাউদ্দিন ঢালীর ছেলে। তিনি বরিশাল বিআরটিসি বাস ডিপো অফিসে কর্মরত ছিলেন।পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল দুপুরে ছোট ভাই মিজান ঢালীর বরিশালের বাসা থেকে বের হয়ে বোনের বাসায় যাওয়ার কথা বলেন জাকির হোসেন। তবে তিনি সেখানে যাননি। রাত পর্যন্ত তার কোনো খোঁজ না মেলায় উদ্বেগ দেখা দেয়। আজ সকালে নিজ গ্রামের বাড়ির সামনে তার ঝুলন্ত মরদেহ...