বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ‘গত ১৫ বছর যারা ছাত্রলীগ করেছে, তারাই এখন ছাত্রশিবির হয়ে গেছে। বিএনপি ও ছাত্রদল তো এই রাজনীতি করেনি, আগামীতেও করবে না। কেননা ছাত্রদল অন্যায়ের সঙ্গে আপস করে না।’ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে নাটোরের আলাইপুরে জেলা বিএনপির কার্যালয়ে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, ‘আমরা চাই, আগামী দিনে শিক্ষাঙ্গন সন্ত্রাসমুক্ত থাকুক। বই-কলম হাতে নিয়ে ছাত্রসমাজ এ দেশ গঠনে অগ্রণী ভূমিকা পালন করুক।’ বিএনপির কেন্দ্রীয় এই নেতা বলেন, ‘শেখ হাসিনা গত ১৫ বছরে শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে। কেননা একটি জাতিকে ধ্বংস করতে হলে শিক্ষাব্যবস্থাকে আগে ধ্বংস করতে হয়। স্বাধীনতাযুদ্ধের সময়ও পাকিস্তানি হানাদার বাহিনীরা এ দেশের শিক্ষাবিদদের হত্যা করেছিল। বাংলাদেশ যখন মাথা উঁচু...