গাজায় চলমান যুদ্ধ ও মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ক্রমেই শীতল হয়ে উঠছে স্পেনের। এরই ধারাবাহিকতায় মাদ্রিদ সরকার বাতিল করেছে এক বিশাল সামরিক চুক্তি। ইসরায়েলের সঙ্গে প্রায় ৭০০ মিলিয়ন ইউরো বা ১০ হাজার কোটি টাকার এই চুক্তি বাতিল দুদেশের দীর্ঘদিনের সামরিক সম্পর্কে এক বড় ধাক্কা।সংবাদমাধ্যম এএফপি জানিয়েছে, এই চুক্তির আওতায় ইসরায়েলি নির্মাতা প্রতিষ্ঠান এলবিট সিস্টেমস থেকে উন্নত রকেট লঞ্চার কেনার কথা ছিল। কিন্তু স্পেন স্পষ্ট জানিয়ে দিয়েছে, গাজার রক্তের দাগ লেগে থাকা কোনো অস্ত্র তাদের সেনাবাহিনীতে স্থান পাবে না।সোমবার প্রকাশিত সরকারি নথিতে দেখা যায়, বাতিল হওয়া এই চুক্তির আওতায় স্পেন ১২টি সিলাম রকেট লঞ্চার কিনতে যাচ্ছিল। এলবিটের ‘পালস প্ল্যাটফর্মে’ তৈরি এই অস্ত্র সিস্টেম থেকে ৩০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতেও হামলা চালানো সম্ভব। এত বড় প্রযুক্তিগত সুবিধা থেকেও পিছিয়ে এলো মাদ্রিদ,...