ক্রিকেট মাঠে ম্যাচ শেষে প্রতিপক্ষের সঙ্গে হ্যান্ডশেক করা এক প্রথাগত রীতি। কিন্তু সাম্প্রতিক সময়ে এ নিয়েই দেখা দিয়েছে তীব্র বিতর্ক। এশিয়া কাপ ২০২৫–এ ভারত–পাকিস্তান ম্যাচ শেষে পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগা ও ভারতের সূর্যকুমার যাদব একে অপরের সঙ্গে হ্যান্ডশেক করেননি। ম্যাচের আনুষ্ঠানিকতার মুহূর্তে দুই অধিনায়কের সেই এড়িয়ে যাওয়া ঘটনাটি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। হ্যান্ডশ্যাক না করার ঘটনা ঘটেছিল বাংলাদেশের একটি ম্যাচেও। ২০২৩ সালে দিল্লিতে ওয়ানডে বিশ্বকাপে শ্রীলংকার সঙ্গে ম্যাচের শেষ ঘটে এই ঘটনা।বহুল আলোচিত সেই ম্যাচে কয়েক দফায় উত্তেজনা চরমে ওঠে। প্রথমে লঙ্কান অধিনায়ক কুশল মেন্ডিস ও বাংলাদেশের তরুণ পেসার তানজিম হাসান সাকিবের মধ্যে কথার লড়াই, পরে চারিথ আসালাঙ্কার সঙ্গে বাংলাদেশি বোলারদের চোখাচোখি, একসময় ম্যাচের পরিবেশই উত্তপ্ত হয়ে ওঠে। তবে সবচেয়ে বড় নাটক ঘটে ২৫তম ওভারে, যখন অ্যাঞ্জেলো...