জেলা প্রশাসকদের (ডিসি) পরিবর্তে নির্বাচন কমিশনের (ইসি) নিজস্ব কর্মকর্তাদের রিটার্নিং অফিসারের দায়িত্ব দিলে অতীতের তুলনায় ভালো নির্বাচন হবে বলে মনে করে বাংলাদেশ নির্বাচন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশন। মঙ্গলবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে অ্যাসোসিয়েশনের আহ্বায়ক মনির হোসেন এ কথা বলেন। মনির হোসেন জানান, আইন অনুযায়ী ইসির কর্মকর্তাদের রিটার্নিং কর্মকর্তা করা বা নির্বাচন পরিচালনার মূল দায়িত্বে রাখতে কোনো বাধা নাই। কমিশন সিদ্ধান্ত নিলে এটি বাস্তবায়ন সম্ভব। এই নির্বাচন কর্মকর্তা আরও বলেন, ‘কমিশনের কর্মকর্তা হিসেবে অবশ্যই আমরাও চাই, জনগণের মতামতের প্রকৃত প্রতিফলন যাতে এবারের নির্বাচনে হয়। তার জন্য বেশ কিছু সুপারিশ আমরা কমিশনকে দিয়েছি। কমিশন সেই সুপারিশগুলো আমলে নিয়েছে।’...