ফ্রান্সের প্যারিস শহরের উপকণ্ঠে অবস্থিত প্যারিস-লা বোর্জে প্রদর্শনী কেন্দ্রে স্থানীয় সময় ১৫ সেপ্টেম্বর সোমবার সকাল সাড়ে আটটায় তিন দিনব্যাপী টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং প্যারিস ২০২৫ আন্তর্জাতিক বস্ত্র মেলার আনুষ্ঠানিক উদ্বোধন হলো। এটি ইউরোপের অন্যতম বৃহৎ ফ্যাশন সোর্সিং ইভেন্ট, যেখানে বিশ্বব্যাপী ফ্যাব্রিক, পোশাক, অ্যাকসেসরিজ এবং সোর্সিং সেক্টরের ব্যবসায়ীরা অংশগ্রহণ করছেন। এ বছর মেলায় বিশ্বের ৩০টির বেশি দেশ থেকে প্রায় ১৩০০ প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। প্রদর্শনীতে কাপড়, পোশাক, অ্যাকসেসরিজ, চামড়াজাত পণ্য এবং নতুন প্রযুক্তি প্রদর্শন করা হচ্ছে। আন্তর্জাতিক ক্রেতারা নতুন ডিজাইন, উৎপাদন প্রক্রিয়া এবং টেকসই ফ্যাশন সম্পর্কিত ধারণা সম্পর্কে ধারণা নিচ্ছেন। বাংলাদেশ এবারের মেলায় মোট ১৯টি প্রতিষ্ঠান নিয়ে অংশগ্রহণ করেছে। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৬টি প্রতিষ্ঠান এবং বেসরকারি উদ্যোগে ১৩টি প্রতিষ্ঠান রয়েছে। বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো টেকসই ফ্যাশন এবং পরিবেশবান্ধব উৎপাদন প্রদর্শন করছে। আন্তর্জাতিক ক্রেতাদের মধ্যে...