মেহেরপুরের গাংনী উপজেলায় ৭৫ বছর বয়সী বিধবা বেনুয়ারা খাতুনের খাদ্য বান্ধব কর্মসূচির চাল কাথুলী ইউনিয়নের ডিলার জিয়াউর রহমান আত্মসাৎ করেছেন বলে অভিযোগ উঠেছে। কাথুলী ইউনিয়নের খাসমহল গ্রামের মৃত গোলাম হোসেনের স্ত্রী বেনুয়ারা খাতুন বলেন, ‘‘আমার অনেক বয়স হয়েছে। বেশ কিছু দিন অসুস্থ রয়েছি। এ কারণে আমার এক আত্মীয়কে দিয়ে আগস্ট মাসের বরাদ্দকৃত ১৫ টাকা কেজি দরের ৩০ কেজি চাল ডিলারের কাছে আনতে পাঠিয়েছিলাম কিন্তু চাল দেয়নি। পুনরায় চাল আনতে পাঠানো হলেও দেয়নি।’’আরো পড়ুন:চাঁপাইনবাবগঞ্জে অবাধে প্লাস্টিকের বস্তায় চাল বাজারজাতযুবদল নেতার গুদাম থেকে সাড়ে ১০ টন চাল জব্দ চাঁপাইনবাবগঞ্জে অবাধে প্লাস্টিকের বস্তায় চাল বাজারজাত কাথুলী ইউনিয়নে খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় নিয়োগকৃত ডিলার জিয়াউর রহমান বলেন, ‘‘বেনুয়ারা খাতুন আগস্ট মাসে চাল নিতে আসেনি, তাই দেওয়া হয়নি।’’ তাহলে গত ২৭ আগস্ট বৃদ্ধা বেনুয়ারা খাতুন...