আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বগুড়ার শেরপুর উপজেলায় চলছে প্রতিমা তৈরির ব্যস্ততা। এ বছর উপজেলার ৯১টি মন্ডপে পূজা অনুষ্ঠিত হবে। প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন স্থানীয় প্রতিমা শিল্পীরা। প্রতিটি প্রতিমা সর্বনিম্ন ২০ হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ এক লাখ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। তবে আকার, নকশা ও সাজসজ্জার উপর ভিত্তি করে দাম নির্ধারিত হয়। পৌর শহরের সকাল বাজার ও দক্ষিণসাহপাড়া এলাকা ঘুরে দেখা যায়, খড়, কাঠ ও সুতা দিয়ে প্রতিমার কাঠামো তৈরি করছেন কারিগররা। কেউ মাটি দিয়ে দেবীর আকৃতি গড়ে তুলছেন, আবার কেউ নিপুণ হাতে আঁকছেন দুর্গা, লক্ষী, সরস্বতী ও কার্তিকের রূপ। মাটির কাজ শেষ পর্যায়ে, আর দুএক দিনের মধ্যে শুরু হবে রঙের কাজ। পুরুষদের পাশাপাশি নারী ও শিশুরাও সহযোগিতা করছেন প্রতিমা তৈরির কাজে। স্থানীয় প্রতিমা শিল্পীরা জানিয়েছেন, শুধু...