মিয়ানমারের রাখাইন রাজ্যে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির (এএ) নিয়ন্ত্রণে থাকা ১৪টি শহরের ১০টিতে নির্বাচন অনুষ্ঠিত হবে না বলে জানিয়েছে সামরিক জান্তা সরকারের নিয়ন্ত্রণাধীন নির্বাচন কমিশন (ইউইসি)। স্থানীয় সংবাদমাধ্যম নারিনজারার এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে। মিয়ানমারের পশ্চিমাঞ্চলে অবস্থিত বাংলাদেশ সংলগ্ন রাখাইন রাজ্যে ১৭টি টাউনশিপ বা শহরের মধ্যে ১৪টিই আরাকান আর্মির দখলে রয়েছে। প্রতিবেদন মতে, এই ১৪টির মধ্যে ১০টি শহরে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে না। শহরগুলো হলো রামরি, পাউকতাও, পোন্নাগিউন, রাথেডং, বুথিডং, মংডু, কিয়াকতাও, মিনবিয়া, মাইবোন ও ম্রাউক-উ। রাখাইনের নির্বাচন পর্যবেক্ষকরা বলছেন, রাজ্যের দক্ষিণাঞ্চলে অবস্থিত বাকি চারটি শহর আন, তাউংগাপ, থান্ডওয়ে ও গওয়াতে নির্বাচন অনুষ্ঠিত হবে। জান্তার নির্বাচন কমিশন আরও জানিয়েছে, সরকারের নিয়ন্ত্রণে থাকা সিত্তে, কিয়াকফিউ ও মানাউং-এ নির্বাচনের সময়সূচী নির্ধারণ করা হয়েছে এবং এই এলাকাগুলোতেও নির্বাচনের প্রস্তুতি চলছে। মিয়ানমারে আগামী ডিসেম্বর...