এশিয়া কাপ ২০২৫–এ ভারত–পাকিস্তান ম্যাচে ‘নো-হ্যান্ডশেক’ বিতর্কের পর প্রকাশ্যে পাকিস্তান দলকে তীব্র সমালোচনা করলেন ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। কলকাতায় এক অনুষ্ঠানে তিনি বলেন, পাকিস্তান এখন আর প্রতিদ্বন্দ্বী দল নয়, তাদের ক্রিকেট মান অনেক নিচে নেমে গেছে। গাঙ্গুলী জানান, ম্যাচের প্রথম ১৫ ওভার দেখার পর তিনি টিভি চ্যানেল বদলে ম্যানচেস্টার ডার্বি দেখতে বসেন। কারণ হিসেবে তিনি বলেন, ‘পাকিস্তান এখন দেখার মতো দলই নয়। আমি বরং অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, এমনকি আফগানিস্তানের ম্যাচও দেখব, কিন্তু পাকিস্তানের নয়। ’ সাবেক এই ভারতীয় অধিনায়ক অতীতের পাকিস্তান দলের শক্তিমত্তার কথা স্মরণ করান। ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনুস, সাঈদ আনোয়ার ও জাভেদ মিয়াঁদাদের মতো তারকাদের যুগের সঙ্গে বর্তমান পাকিস্তানকে তুলনা করে তিনি বলেন, ‘এখন আর কোনো প্রতিযোগিতা নেই। তখনকার পাকিস্তান আর এখনকার পাকিস্তান—এটা যেন আকাশ-পাতাল তফাৎ।...