ক্যান্সারের চিকিৎসা নিতে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম সিঙ্গাপুর গিয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, ‘স্বাস্থ্য উপদেষ্টা ক্যান্সারে আক্রান্ত। উপদেষ্টা হওয়ার আগে থেকেই তিনি সিঙ্গাপুরে চিকিৎসা নিচ্ছিলেন। ক্যান্সার চিকিৎসার বিষয়ে ধারাবাহিকতা রক্ষা করতে হয়। বিষয়টি মানবিক, মানবিক দৃষ্টিতেই দেখা উচিত।’ স্থানীয় সরকার উপদেষ্টা আরও বলেন, ‘আমি মনে করি দেশের চিকিৎসা ব্যবস্থা এমন জায়গায় নিয়ে যাওয়া উচিত যাতে দুরারোগ্য রোগের চিকিৎসা দেশেই সম্ভব হয়। ইতিমধ্যে অন্তর্বর্তী সরকার এ ব্যাপারে উদ্যোগ নিয়েছে। চিকিৎসার ক্ষেত্রে আমরা একটা দেশের ওপর...