১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৫৮ পিএম | আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৫৮ পিএম বরিশালের হিজলায় এক তরুণীকে ধর্ষণ ও হত্যার পর লাশ গুমের ঘটনায় দুই আসামিকে মৃত্যুদণ্ডাদেশসহ ১ লক্ষ টাকা জরিমানা করেছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ রকিবুল ইসলাম। আসামি কবীর আকন ও জব্বার ব্যাপারী‘র উপস্থিতিতে বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে এ রায় ঘোষণা করা হয়। দণ্ডাদেশ প্রাপ্ত আসামিরা বরিশালের হিজলা উপজেলার পূর্বকোরালিয়া গ্রামের বাসিন্দা। রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোখলেছুর রহমান গণমাধ্যম জানান, ২০১৩ সালের ২৮ জুলাই হিজলা উপজেলার পূর্ব কোরালিয়া গ্রামে বাড়ি যাবার পথে খাদিজা নামের ওই তরুণীকে পাশের একটি বাগানের মধ্যে নিয়ে আসামীরা ধর্ষণ করে । এমনকি ধর্ষণের পর তাকে হত্যা ও পরে লাশ গুম করতে খালে ডুবিয়ে রাখে তারা । এ ঘটনায় খাদিজার মামা...