১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৪:২৫ পিএম | আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৪:২৫ পিএম রাজবাড়ির গোয়ালন্দে 'নুরাল পাগলা'র কবর থেকে তার লাশ তুলে আগুনে পোড়ানোর প্রতিবাদে মাজারে হামলা, খুন ও ভাংচুরে জড়িতদের শাস্তির দাবিতে পাবনার ঈশ্বরদীতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে শহরের স্টেশন সড়কে ঈশ্বরদী প্রেসক্লাবের সামনে বিভিন্ন দরবার, মাজার, আখড়ার ভক্তবৃন্দ ও সাধুরা বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনে অংশ নেন। ঈশ্বরদীর 'সম্মিলিত দরবার ও মাজার শরীফ সংরক্ষণ কমিটি' এ কর্মসূচির আয়োজন করে। এ সময় মানববন্ধন ও পথসভা থেকে সম্প্রতি রাজবাড়িতে 'নুরাল পাগলার লাশ তুলে পোড়ানো, মাজারে হামলা, ভাঙচুর ও একজনকে হত্যার ঘটনায় তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে জড়িতদের গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান এবং দেশের সকল মাজারের নিরাপত্তা বিধানের জোর দাবি জানানো হয়। 'সম্মিলিত দরবার ও মাজার শরীফ সংরক্ষণ...