এক সময় ভ্রাম্যমাণ নাপিতদের কাছে চুল-দাড়ি কাটার জন্য মানুষের ভিড় লেগে থাকতো। গ্রাম থেকে শহর সবখানেই দেখা যেত তাদের। কাঁধে ঝোলানো ব্যাগ আর তাতে চুল কাটার সব সরঞ্জাম নিয়ে তারা মানুষের দ্বারে দ্বারে ঘুরতেন। কিন্তু সময়ের সঙ্গে সেই দৃশ্য এখন অনেকটাই পাল্টে গেছে। আধুনিকতার ছোঁয়ায় গড়ে ওঠা সেলুন আর জেন্টস পার্লারের কারণে মাদারীপুর থেকে হারিয়ে যাচ্ছেন ভ্রাম্যমাণ নাপিতরা। খোঁজ নিয়ে জানা যায়, মাদারীপুর শহরের ডিসি ব্রিজ এলাকার বটগাছের নিচে, হাসপাতালের সামনে, ইটেরপুল, চৌরাস্তা, পানিছত্র, জজকোর্টের সামনে, পুরাতন কোর্ট এলাকা, পুরানবাজারের বিভিন্ন রাস্তারপাশেসহ গ্রামের হাট-বাজারে, বটগাছের নিচে, খেয়াঘাটে, গ্রামের দোকানপাটের সামনেসহ নানা জায়গায় বসতেন ভ্রাম্যমাণ নাপিতরা। নাপিতরা পুটলির মধ্যে করে বা কাঠের বাক্সের মধ্যে কাচি, ব্লেড, খুর, চিরুনি, সাবান, ফিটকারি, পাউডার, লোশনসহ প্রয়োজনীয় জিনিসপত্র রাখতেন। সঙ্গে বসার জন্য পিঁড়ি বা কাঠের...