আসামের শিলচরে অবস্থিত ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজি (এনআইটি) ৮ সেপ্টেম্বরের একটি সংঘর্ষের ঘটনায় জড়িত থাকার অভিযোগে পাঁচজন বাংলাদেশি শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করেছে। ১২ সেপ্টেম্বর জারি করা এক আদেশে এনআইটির রেজিস্ট্রার জানিয়েছেন, অভিযুক্ত শিক্ষার্থীদের তাৎক্ষণিকভাবে দুই সেমিস্টারের একাডেমিক কার্যক্রম থেকে সাময়িক বহিষ্কার এবং হোস্টেল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কার আদেশটি ২০২৬ সালের জুন পর্যন্ত কার্যকর থাকবে। সংস্থার কর্মকর্তারা জানান, এই শিক্ষার্থীরা ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস ও স্ট্যাডি ইন ইন্ডিয়া প্রোগ্রামের আওতায় এনআইটি শিলচরে অধ্যয়নরত ছিলেন। এনআইটির পরিচালক দিলীপ কুমার বৈদ্য বলেন, আমাদের কাছে পর্যাপ্ত প্রমাণ রয়েছে যে তারা সংঘর্ষে সক্রিয়ভাবে জড়িত ছিল। তিনি আরও জানান, বহিষ্কৃত শিক্ষার্থীদের বাংলাদেশে ফেরত পাঠানো হবে। ৮ সেপ্টেম্বর রাতে এনআইটি শিলচরের হোস্টেলে সহিংসতা ছড়িয়ে পড়ে, যখন তৃতীয় বর্ষের একদল শিক্ষার্থী আরেকটি দলকে আক্রমণ করে। প্রত্যক্ষদর্শীরা...