উত্তরাখণ্ডের দেরাদুনে ভারি বৃষ্টিপাতের ফলে সৃষ্ট আকস্মিক বন্যায় এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। টনস নদীর তীব্র স্রোতে একটি ট্র্যাক্টর উল্টে যাওয়ায় প্রায় ১০ জন শ্রমিক ভেসে গেছেন। প্রতিবেদন অনুযায়ী, এই দুর্ঘটনায় কমপক্ষে ছয়জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। খবর এনডিটিভির। নদী পারাপারের সময় মাঝনদীতে আটকে পড়া প্রায় ১০ জন শ্রমিক ট্র্যাক্টরে বসেছিলেন। তীরে থাকা লোকজন তাদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছিলেন। কিন্তু উদ্ধারের আগেই নদীর প্রবল স্রোতে ট্র্যাক্টরটি উল্টে যায় ও শ্রমিকরা পানির নিচে তলিয়ে যান। এই হৃদয়বিদারক দৃশ্য দেখে তীরে থাকা মানুষরা চিৎকার করে উঠেন ও আতঙ্কিত হয়ে এদিক-ওদিক দৌড়াতে শুরু করেন। রাতভর ভারি বৃষ্টিপাতের কারণে দেরাদুন, মুসৌরি ও মাল দেবতা এলাকায় রাস্তাঘাট এবং বাড়িঘরের ব্যাপক ক্ষতি হয়েছে। দেরাদুনের প্রেম নগরে আইন কলেজের কাছে একটি সেতু ভেসে গেছে। ঘটনার পর পরই উদ্ধারকারী দল...