চীনের একটি হটপট রেস্তোরাঁয় স্যুপ রাখার পাত্রে প্রস্রাব করার অভিযোগে দুই কিশোরকে ২২ লাখ ইউয়ান (তিন লাখ ৯ হাজার ডলার) জরিমানা করা হয়েছে। মঙ্গলবার বিবিসি এ তথ্য জানিয়েছে। চীনের বৃহত্তম হটপট চেইন হাইডিলাওয়ের সাংহাই শাখায় ফেব্রুয়ারিতে ১৭ বছর বয়সী দুই কিশোরের মাতাল আচরণের একটি ভিডিও অনলাইনে পোস্ট করার পর ব্যাপক সমালোচনার জন্ম দেয়। তবে প্রস্রাব মেশানো স্যুপ গ্রাহকদের পরিবেশনের কোনো প্রমাণ পাওয়া যায়নি। এরপরেও ঘটনার পরের দিনগুলোতে রেস্তোরাঁয় খাবার খাওয়া হাজার হাজার খাবার খাওয়া গ্রাহককে ক্ষতিপূরণ দেওয়ার প্রস্তাব দিয়েছিল হাইডিলাও। মার্চ মাসে হাইডিলাও ২৩ লাখ ইউয়ানেরও বেশি ক্ষতিপূরণ দাবি করে বলেছে, এই ঘটনার জন্য গ্রাহকদের ক্ষতিপূরণ দেওয়ার পরিমাণ বিবেচনা করা হয়েছে। গত শুক্রবার সাংহাইয়ের একটি আদালত জানিয়েছে, কিশোররা ‘অপমানজনক কাজের’ মাধ্যমে কোম্পানির সম্পত্তির অধিকার এবং সুনাম লঙ্ঘন করেছে। তাদের কর্মকাণ্ড...