ব্যস্ত আন্তর্জাতিক সূচির অংশ হিসেবে এ বছর অস্ট্রেলিয়া ও পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজের পর বিদেশ সফরে নামছে ওয়েস্ট ইন্ডিজ। এর অংশ হিসেবেই অক্টোবর-নভেম্বরে তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে আসবে ক্যারিবীয়রা। অক্টোবরের শুরুর দিকে নেপালের বিপক্ষে শারজাহতে ঐতিহাসিক তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ এবং ভারতের মাটিতে দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষে দুই সপ্তাহের সফরে বাংলাদেশে আসবে তারা। বাংলাদেশে ওয়েস্ট ইন্ডিজ প্রথমে ওয়ানডে সিরিজ খেলবে ১৮, ২০ ও ২৩ অক্টোবর। এরপর টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হবে ২৭ ও ৩০ অক্টোবর এবং ১ নভেম্বর। ম্যাচগুলোর ভেন্যু এখনো চূড়ান্ত হয়নি। নেপালের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজপ্রথম টি-টোয়েন্টি: ২৭ সেপ্টেম্বরদ্বিতীয় টি-টোয়েন্টি: ২৯ সেপ্টেম্বরতৃতীয় টি-টোয়েন্টি: ৩০ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে টেস্ট সিরিজপ্রথম টেস্ট: ২-৬ অক্টোবর, নরেন্দ্র মোদি স্টেডিয়াম, আহমেদাবাদদ্বিতীয় টেস্ট: ১০-১৪ অক্টোবর, অরুণ জেটলি স্টেডিয়াম, দিল্লি...