১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৩৬ পিএম | আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৩৬ পিএম তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান দোহায় ইসলামি সহযোগিতা সংস্থা ও আরব লীগের যৌথ জরুরি সম্মেলনে কাতারের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেছেন। তিনি বলেন, তুরস্ক সর্বদা কাতারের পাশে থাকবে। ‘আমরা একটি সন্ত্রাসী মানসিকতার সাথে মোকাবিলা করছি যা একটি রাষ্ট্রের মধ্যে বিশৃঙ্খলা এবং রক্তপাতের উপর ভর করে। এই মানসিকতা, যা প্রকাশ্যে জাতিসংঘের সনদ লঙ্ঘন করে এবং নিয়ম-ভিত্তিক আন্তর্জাতিক ব্যবস্থাকে চ্যালেঞ্জ করে, টিকে আছে কারণ এর অপরাধের শাস্তি পাওয়া যায় না,’ এরদোগান বলেছেন। ‘ইসরাইলি কর্মকর্তাদের মধ্যে একটি লোভী, রক্তপিপাসু মানসিকতা রয়েছে,’ তিনি আরও বলেন, ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার গণহত্যা চালিয়ে যেতে এবং এই অঞ্চলকে বিশৃঙ্খলার দিকে টেনে আনতে চাইছে বলে অভিযোগ করেন। এরদোগান বলেন, দোহার হামলা ‘ইসরাইলের ডাকাতি’কে একটি নতুন...