ঢাকা: মার্কিন প্রভাবশালী দৈনিক নিউইয়র্ক টাইমস–এর বিরুদ্ধে ভুয়া তথ্য প্রকাশ এবং ডেমোক্রেটিক পার্টির ‘মাউথপিস’ হিসেবে কাজ করার অভিযোগ এনে ১৫ বিলিয়ন (১,৫০০ কোটি) ডলারের ক্ষতিপূরণ মামলা দায়ের করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ফ্লোরিডা অঙ্গরাজ্যের ফেডারেল কোর্টে এ মামলা দায়ের করা হয় বলে জানানো হয়। খবর সিএনএন।এর আগেই, সোমবার রাতে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প অভিযোগ করেন, “নিউইয়র্ক টাইমস দীর্ঘদিন ধরে আমার বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়াচ্ছে। তারা সচেতনভাবে অপবাদ দিচ্ছে, কুৎসা রটাচ্ছেএখন সময় এসেছে এই চর্চা বন্ধ করার।”ট্রাম্পের আইনজীবীরা দাবি করেছেন, নিউইয়র্ক টাইমস শুধু সাংবাদিকতার সীমা লঙ্ঘন করেনি, বরং রাজনৈতিক উদ্দেশ্যে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ট্রাম্পের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।“কারণ আমি এই সংবাদমাধ্যমটির বিরুদ্ধে ১ হাজার ৫০০ কোটি ডলারের মানহানি মামলা করার প্রস্তুতি নিচ্ছি।...