১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৫:০০ পিএম | আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৫:০০ পিএম বাগেরহাটের চারটি সংসদীয় আসন পুনবর্হালের দাবিতে জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের সামনে অবস্থান নেয় সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতৃবৃন্দ। মঙ্গলবার সকাল নয়টা থেকে দুপুর একটা পর্যন্ত আন্দোলনকারীরা নির্বাচন অফিসের সামনে অবস্থান নেয়। এই সময়ে ওইসব কার্যালয়ের ভিতরে কাউকে ঢুকতে বা বের হতে দেখা যায়নি। তবে অতিরিক্ত পুলিশ কার্যালয়ের ভিতর অবস্থান নেয়। এ সময় তারা দফায় দফায় খুলনা-বাগেরহাট মহাসড়কে বিক্ষোভ করেন। এসময় জেলা জামায়াতের আমির মাওলানা রেজাউল করিম, নায়েবে আমির অ্যাডভোকেট আব্দুল ওয়াদুদ ও জেলা বিএনপির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মোজাফফর রহমান আলম, জামায়াত নেতা অধ্যক্ষ আব্দুল আলীম, মঞ্জরুল হক রাহাদ, বিএনপি নেতা শাহেদ আলী রবি, আবুল কালাম আজাদ বুলুসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আজ ও আগামীকাল দুইদিনের ডাকা আধাবেলা...