নিজস্ব প্রতিবেদক: মাছ খাওয়া বাঙালির ঐতিহ্যের অংশ হলেও অনেকেই জানেন না, মরুর দেশে জন্ম নেওয়া আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ (সা.)-ও মাছ খেতেন এবং তা পছন্দ করতেন। হাদিস ও সাহাবিদের জীবনীতে এর বহু প্রমাণ পাওয়া যায়। তবে এক বিশেষ মাছের কথা সবচেয়ে বেশি আলোচিত—এর নাম "আম্বার মাছ"। ইসলামের অন্যতম নির্ভরযোগ্য হাদিস গ্রন্থ সহিহ বোখারি-তে এসেছে, একবার জাইশুল খাবাত নামক অভিযানে অংশ নিয়েছিলেন প্রায় তিনশত সাহাবি। ক্ষুধায় কাতর এই সাহাবিদের জন্য সমুদ্র উপহার দেয় এক বিশাল আকৃতির মৃত মাছ। তারা একে ডাকতেন ‘আম্বার মাছ’ নামে। এই মাছ এতটাই বড় ছিল যে:১৩ জন সাহাবি এর চোখের কোটরে বসতে পেরেছিলেন!একটি পাঁজরের হাড়ের নিচ দিয়ে উট হাওদাসহ পার হয়ে গিয়েছিল! তারা অর্ধ মাস এই মাছ খেয়ে বেঁচে ছিলেন এবং মদিনায় ফিরে গিয়ে মাছটির অংশ...