সন্ধ্যা ঘনিয়ে আসছে। ক্রেতার ভিড়ে সরগরম চাঁদপুর বাজার। হঠাৎ বাজারে ভেসে ওঠে বাঁশির শব্দ। আর এক মিনিটের এই বাঁশি বাজতেই বদলে যায় পুরো বাজারের চিত্র।সরেজমিনে নাটোরের নলডাঙ্গার খাজুরা ইউনিয়নের চাঁদপুর বাজারে এমন দৃশ্য দেখা যায়। প্রতিদিন দেখা যায় এক অনন্য চিত্র।বাজার সূত্রে জানা যায়, নামাজের সময় হলে মুসলিম দোকানদারদের সঙ্গে হিন্দু দোকানদাররাও বন্ধ করে দেন তাদের ব্যবসায়িক প্রতিষ্ঠান।প্রতিদিন এভাবেই বাজার কমিটির সভাপতি নজরুল ইসলাম (নুরু) বাজান সেই বাঁশি, যা নামাজের ডাকের আগাম বার্তা। এটি ধর্মীয় সম্প্রীতির একটি দারুণ উদাহরণ।ডাইনিংয়ে টয়লেটে লুকিয়ে জীবন ফিরে পেয়েছি : সার্জেন্ট রাসেলস্থানীয় বাজারের ব্যবসায়ী ও এলাকাবাসী, তরিকুল ইসলাম, খুরশেদ হোসেন জানান, নাটোরের নলডাঙ্গার হালতিবিলের এক কোণে খাজুরা ইউনিয়নের চাঁদপুর বাজারে প্রতিদিনই বাঁশির শব্দ পাওয়া যায়, যা দীর্ঘ ২৮ বছর থেকে চলে আসছে।খাজুরার চাঁদপুর বাজার কমিটির...