আব্দুল্লাহ ইবনে ওমর (রা.) বলেন, রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) একদিন আমার কাঁধে হাত রেখে বলেন, পৃথিবীতে মুসাফিরের মতো জীবন কাটিয়ে দিও, আর নিজেকে কবরের বাসিন্দা ভেবো। (সহিহ বুখারি: ৬৪১৬) এই হাদিসে রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) ছোট একটি দৃষ্টান্তের মাধ্যমে মানব জীবনের গুরুত্বপূর্ণ কিছু বিষয় শিক্ষা দিয়েছেন: ১. মুসাফির সব সময় নিজের গন্তব্যের দিকে এগিয়ে যায়। একজন মুমিনের উচিত সব সময় নিজের গন্তব্য জান্নাতের খোঁজে থাকা, জান্নাতের পথে এগিয়ে থাকা। ২. একজন মুসাফির যতোটা সম্ভব হালকা পাথেয় সাথে রাখে। ভারি বোঝা এড়িয়ে চলে এবং গন্তব্য ছাড়া কোথাও নিজেকে সুস্থির করে না। একজন মুসলিম যেন এই পৃথিবীকে স্থায়ী বাসস্থান না বানায়। যতটা সম্ভব ঝামেলা মুক্ত থেক ইবাদতের মাধ্যমে এই ক্ষুদ্র সফর শেষ করে জান্নাতের গন্তব্যে পৌছার চেষ্টা করে। ৩. মুসাফির চোখ কান...