কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সঠিক ও দায়িত্বশীল ব্যবহার শিক্ষা ও গবেষণাকে আরো সমৃদ্ধ ও কার্যকর করে তুলবে বলে মন্তব্য করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) উপাচার্যের অফিস কনফারেন্স রুমে আইকিউএসি আয়োজিত ‘ইফেকটিভ ইউজ অব এআই টুল্স ইন টিচিং, লার্নিং অ্যান্ড রিসার্চ’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী সেশনে তিনি এ কথা বলেন।আরো পড়ুন:ভাসানী বিশ্ববিদ্যালয়ে নির্বাচনী রোডম্যাপের দাবিতে মানববন্ধনসিএনজি চালকের বিরুদ্ধে কুবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগ ভাসানী বিশ্ববিদ্যালয়ে নির্বাচনী রোডম্যাপের দাবিতে মানববন্ধন সিএনজি চালকের বিরুদ্ধে কুবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগ তিনি বলেন, “আদিম যুগে মানুষ পাথর ঘষে আগুন জ্বালাত, সেটিও ছিল প্রযুক্তি। সময়ের সঙ্গে সঙ্গে সেই প্রযুক্তি বিকশিত হতে হতে আজ আমরা অত্যাধুনিক যুগে পৌঁছিয়েছি। অনেক প্রযুক্তি মানবকল্যাণে ব্যবহৃত হলেও কিছু ক্ষেত্রে অপব্যবহারও হয়েছে।” তিনি আরো বলেন, “কৃত্রিম বুদ্ধিমত্তা আমাদের...