ফিলিস্তিন সম্প্রতি জাতিসংঘের একটি প্রতিবেদন নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করছে বলে জানিয়েছে ঢাকার ফিলিস্তিন দুতাবাস। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দূতাবাসের ফেসবুক পেজে এক প্রতিক্রিয়ায় এ তথ্য জানানো হয়। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েল গণহত্যা চালিয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের স্বাধীন আন্তর্জাতিক তদন্ত কমিশন (সিওআই)। এই গণহত্যায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুসহ অন্য নেতারা উসকানি দিয়েছেন বলেও জানিয়েছে সংস্থাটি। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) প্রকাশিত প্রতিবেদনে তদন্ত কমিশন বলেছে— গণহারে মানুষকে হত্যা, ত্রাণ প্রবেশে অবরোধ, জোর করে মানুষকে স্থানচ্যুত করা এবং শিশুদের ক্লিনিক ধ্বংসের বিষয়টিকে তারা বিবেচনায় নিয়েছেন। এতে দেখা গেছে, ইসরায়েল গাজায় গণহত্যা চালিয়েছে। দূতাবাস জানায়, প্রতিবেদনে জাতিসংঘের একজন বিশেষজ্ঞ বলেছেন ‘‘ইসরায়েল অপ্রচলিত অস্ত্র ব্যবহার করে বোমা হামলা চালাচ্ছে এবং ফিলিস্তিনিদের জোরপূর্বক সরিয়ে নেওয়ার চেষ্টা করছে। এটি গাজার অবশিষ্ট শেষ অংশ, যা জাতিগত নির্মূলের আগে...