বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ‘আমরা চাই আগামী দিনে সন্ত্রাসমুক্ত শিক্ষাঙ্গন। আমরা চাই কলম, বই, খাতা হাতে নিয়ে ছাত্রসমাজ এই দেশ গঠনে অগ্রগতিক ভূমিকা পালন করবে।’ আজ মঙ্গলবার দুপুরে নাটোর শহরের আলাইপুরে জেলা বিএনপির কার্যালয়ে জেলা ছাত্রদলের আয়োজনে কমনওয়েলথ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের ভিপি নির্বাচিত হওয়ায় নাটোরের ছাত্রদল কর্মী রিফাদ মাহমুদের সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন। রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, ‘আমরা জানি, আমাদের নেতা তারেক রহমান ৩১ দফাগুলোতে বাংলাদেশের শিক্ষাব্যবস্থা আগামী দিনে কী হবে। কীভাবে বাংলাদেশের নতুন প্রজন্মকে শিক্ষিত করে বাংলাদেশকে পৃথিবীর মানচিত্রে বুক উঁচু করে দাঁড় করাবে। বাংলাদেশকে আত্মনির্ভরশীল জাতি হিসেবে দাঁড় করাবে। এজন্য আমাদের নেতা তারেক রহমান ৩১ দফা কর্মসূচি দিয়েছেন তাতে তা...