ময়মনসিংহের গফরগাঁও পৌরসভার সাবেক মেয়রসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরও ১২ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। সোমবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।মঙ্গলবার এমনটি জানায় ঢাকা মহানগর পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন, বরগুনা জেলার বেতাগী উপজেলার ৫ নম্বর বুড়া মজুমদার ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. ইউনুছ আলী ওরফে ইলিয়াস (৫২) । গাজীপুর মহানগরের আওয়ামী যুবলীগ নেতা শামীম ওসমান (৩৭) । ২৬ নম্বর ওয়ার্ড ওয়েস্ট অ্যান্ড হাই স্কুল ইউনিট ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মাহমুদ দেওয়ান শিপু (৩৬) ও ২৬ নম্বর ওয়ার্ড, ওয়েস্ট অ্যান্ড হাই স্কুল ইউনিট ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. জামিল হোসেন (৩৫)।আরও রয়েছেন, আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী...