ভারত ও যুক্তরাষ্ট্র একটি দিনব্যাপী বাণিজ্য আলোচনায় অংশ নিয়েছে। এর মাধ্যমে দ্বিপক্ষীয় চুক্তি নিয়ে স্থবির হয়ে পড়া আলোচনা আবারো শুরু হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। মার্কিন বাণিজ্য আলোচক ব্রেন্ডন লিঞ্চের নেতৃত্বে একটি দল দিল্লিতে ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করছে। তবে ভারত জানিয়েছে, এটি আনুষ্ঠানিক আলোচনার নতুন রাউন্ড নয়, বরং একটি ‘সমঝোতার পথ খোঁজার আলোচনা’। ট্রাম্প প্রশাসনের ৫০ শতাংশ শুল্ক আরোপের পর বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা আটকে যায়। রাশিয়া থেকে তেল ও অস্ত্র কেনার জন্য ভারতের ওপর এক প্রকার শাস্তি আরোপ করেছে যুক্তরাষ্ট্র। নয়াদিল্লি এই শুল্ককে ‘অন্যায্য’ বলে আখ্যা দিয়েছে। এই বিপুল শুল্ক হার এবং ট্রাম্প ও তার কর্মকর্তাদের কড়া সমালোচনা দুই মিত্র দেশের সম্পর্ক দ্রুত অবনতির কারণ হয়ে দাঁড়ায়। ভারত যুক্তরাষ্ট্রের জন্য পোশাক, চিংড়ি, রত্ন ও অলঙ্কার রপ্তানি করে।...