হলিউডের ইতিহাসে এমন কিছু নাম আছে, যাদের জীবনকাহিনী সিনেমার গল্পকেও হার মানায়। তেমনই এক নাম মিকি রুর্ক। আজ তার জন্মদিন। অভিনয়জগতে দাপট, রিংয়ে মুষ্টিযোদ্ধার সাহস, ব্যক্তিগত জীবনের উত্থান-পতন-সব মিলিয়ে মিকির জীবন যেন সিনেমার ভেতর আরেকটা সিনেমা। ছবি: সোশ্যাল মিডিয়া থেকে ১৯৫২ সালের এই দিনে নিউ ইয়র্কে জন্ম নেন ফিলিপ আন্দ্রে ‘মিকি’ রুর্ক জুনিয়র। শৈশবে খেলাধুলায় ঝোঁক ছিল প্রবল। কৈশোরে বক্সিংয়ের প্রতি অদম্য টান তাকে টেনে নেয় রিংয়ে। অল্প বয়সেই অপেশাদার বক্সার হিসেবে সাফল্য পান। তবে রিংয়ের ভেতরের যোদ্ধা একসময় অভিনয়ের দিকে ঝুঁকে পড়েন। ৭০ ও ৮০’র দশকে হলিউডে নতুন নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন মিকি। দিনার (১৯৮২), রুমবেল ফিশ (১৯৮৩), সাড়ে নাইন উইকস (১৯৮৬), এঞ্জেল হার্ট (১৯৮৭) একটার পর একটা সিনেমায় তিনি হয়ে ওঠেন ভিন্নধর্মী চরিত্রের প্রতীক। তার অভিনয়ে ছিল কাঁচা...