৬ দফা দাবির বাস্তবায়নের জন্য ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা মঙ্গলবার সকাল থেকে চরপাড়া মোড় অবরোধ করে বিক্ষোভ করেন। এতে যান চলাচল বন্ধ হয়ে গেলে সাধারণ মানুষ ও পথচারীরা ভোগান্তিতে পড়েন। শিক্ষার্থীদের দাবির মধ্যে রয়েছে— ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য চাকরির সুযোগ বৃদ্ধি, স্বীকৃতিপত্র দ্রুত প্রদান, সরকারি প্রকল্পে অংশগ্রহণ নিশ্চিত করা, ইন্টার্নশিপ বাধ্যতামূলক করা, কারিগরি শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষা উপবৃত্তি বাড়ানো। বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, দীর্ঘদিন ধরে এসব দাবি জানানো হলেও এখনও কার্যকর উদ্যোগ গ্রহণ হয়নি। তারা...