‘সোহরাব রুস্তম’ সিনেমার নায়িকা সাহিনা আকতার বনশ্রী মারা গেছেন। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ভোরে শিবচর সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৮১ বছর। বনশ্রীর ভগ্নিপতি আবুল বাসার গণমাধ্যমে বলেন, “বনশ্রীর একমাত্র ছেলে তার মামার সঙ্গে ঢাকার মোহাম্মদপুরে থাকেন। তারা শিবচরের পথে। এরপর তার দাফনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। তবে আপাতত তার মরদেহ নিয়ে যাওয়া হবে শিবচর কুমিরপাড় এলাকায় নানিবাড়িতে।”আরো পড়ুন:পনেরো বছরে থেমে গেল শিশুশিল্পীর জীবনছেলের বন্ধুরা ‘দিদি’ বলে ডাকে: শ্রাবন্তী ‘সোহরাব-রুস্তম’, ‘মহা ভূমিকম্প’সহ বেশ কিছু আলোচিত সিনেমার নায়িকা বনশ্রী। গত কয়েক বছর ধরে তার সময়টা ভালো যাচ্ছিল না; মাথা গোঁজার আশ্রয়ও হারান। শহুরে জীবনের নানা চড়াই-উতরাই শেষে বনশ্রী ফিরে যান নিজ এলাকা মাদারীপুরের শিবচর উপজেলায়। নানা জায়গায় ঘুরে অবশেষে...