২০২২ সালে মুক্তি পেয়েছিল ভারতের সর্বকালের সবচেয়ে বেশি আয়কারী কন্নড় সিনেমা ‘কানতারা’। যেটি মুক্তির পর থেকেই বক্স অফিসে দাপিয়ে বেড়িয়েছিল। ১৬ কোটি রুপি বাজেটের সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছিল ৪০০ কোটি রুপির বেশি! তবে শুধু বক্স অফিস নয়, ‘কানতারা’ সিনেমা দর্শকদেরও প্রশংসা কুড়ায়। যার প্রেক্ষিতে নির্মিত হচ্ছে সিনেমাটির প্রিকুয়েল। ‘কানতারা’ সিনেমার এই প্রিকুয়েলের নাম রাখা হয়েছে ‘কানতারা লিজেন্ড: চ্যাপ্টার ওয়ান’।হাম্বল ফিল্মস প্রযোজিত সিনেমাটিতে ঋষভ শেঠির ফার্স্ট লুক দারুণ সাড়া ফেলে। কেবল তাই নয়, মুক্তির আগেই মোটা অঙ্কের অর্থ আয় করছে সিনেমাটি। একটি সূত্র পিঙ্কভিলাকে জানিয়েছে, “অ্যামাজন প্রাইম ‘কানতারা: চ্যাপ্টার ১’-এর পোস্ট-থিয়েট্রিক্যাল স্ট্রিমিং রাইটস ১২৫ কোটি রুপিতে কিনে নিয়েছে। এটি কন্নড় সিনেমার ইতিহাসে অন্যতম সর্বোচ্চ চুক্তি, ‘কেজিএফ টু’-এর পরের অবস্থানে রয়েছে এটি। এই প্ল্যাটফর্মটি সব ভাষার স্ট্রিমিং রাইটস কিনেছে।” সিনেমাটির পোস্ট-প্রোডাকশনের কাজ...